আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

কলকাঠি

কলকাঠি হল আমাদের কথা। এই আমরা যারা এই সাহিত্য-আড্ডার পরিচালনার দায়িত্বে আছি তারাই সাধারণত এই কলকাঠি নেড়ে থাকি।

সভাপতিঃ রোমি চক্রবর্তী 

সুসজ্জিত শব্দের টান টান পারিপাট্য থেকে সাহিত্যকে মুক্তি দিয়ে সাহিত্য-আড্ডা পেরিয়ে চলেছে একের পর এক নতুন নতুন বাঁক।আশা রাখি তার চলার পথের এই নতুন অধ্যায় এ সমকালীন সাহিত্য জীবনকে আরও একটু প্রাণিত করতে "C/O সাহিত্য " গ্রহণ করবে অগ্রণী ভূমিকা ...

                                                                                         -রোমি



----------------------------------------------------------------------------------------------
সম্পাদকঃ মনীশ বিশ্বাস

বাঙালী মাত্রেই সাহিত্যপ্রেমী কেবল তাই নয়, একটু আধটু সাহিত্যচর্চাও প্রায় সকলেই করে থাকেন। বিষয়,ভাষা নির্মাণ,গঠনকৌশল,শব্দচয়ন,উপস্থাপনার মাধ্যমে লেখক তার নিজস্ব অভিজ্ঞান ফুটিয়ে তোলেন। কখনো কখনো লেখকের কোনো চিন্তা সাহিত্যে বয়ে আনে অন্যধারা, যুক্ত করে নতুন মাত্রা। “C/o সাহিত্য” প্রতিটি সাহিত্য-শ্রমের পাশে থাকায় অঙ্গীকারবদ্ধ কারণ আমরা বিশ্বাস করি আমাদের এই প্রয়াস শুধু নিরন্তর বয়ে যাওয়া নতুনত্বে বাংলা সাহিত্যকে সমৃদ্ধই করবে না তার মানদণ্ড ও বাড়াতে সাহায্য করবে।

                                                                          --- মনীশ বিশ্বাস
 -------------------------------------------------------------------------------------------
সহ-সম্পাদকঃ শ্বেতা বণিক 

আমরা যারা সখের বসে শব্দ নিয়ে নাড়াচাড়া করি, তাদের কাছে সাহিত্য অনেকটা বিশ্ল্যকরনীর মতো. আমরা কতটা সাহিত্যিক বা সাহিত্যিক নই, সেই তর্ক তোলা থাক. কিন্তু বাঙালী মাত্রেই যে রবীন্দ্র ,শরৎ রচনাবলীর নস্টালজিয়াতে আচ্ছন্ন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই. সময় বদলেছে, ধরন বদলেছে, জীবনের খোলামেলা দিকচারিতায়, এসেছেন সুনীল, শক্তি থেকে বর্তমানের শ্রীজাত, মন্দাক্রান্তা. জল, ছায়ায় বিশল্যকরণীকে বাঁচিয়ে রাখা, আমাদের নিজেদের মতো করে. সেই জন্যই 'C/O সাহিত্য' ...একটুখানি সাহিত্যের কেয়ার করা,আর কিছুই নয়....                                  
                                                                                     --- মামিন
---------------------------------------------------------------------------------------------
কোষাধ্যক্ষঃ দেবায়ন ভট্টাচার্য 

আমি নতুন বলব না , ভিন্ন প্রচেষ্টা বলব। আমার উঠোনেও সবাই হেসে খেলে বেরাক এই আল্পনার খেয়াল থেকে উঠে আসা একটি ব্লগ । ব্যক্তিগত ভাবে আমি আশাবাদী আরও এগিয়ে যাবে এই ব্লগ । নববর্ষের শুভেচ্ছা সব্বাইকে। ভাল থাকুন, ভাল পড়ুন , ভাল লিখুন।
                       
                                                                                        --- দেবায়ন



--------------------------------------------------------------------------------------------
কোষাধ্যক্ষঃ সৈকত মান্না 

"C / Ο সাহিত্য" কিছুদিন আগে পর্যন্ত একটা ভাবনা ছিল। কিন্তু ভাবনায় থেমে থাকা  মোটেও জরুরী নয়। তাই পাখনাটা গজাতেই হল... 'উড়িবার তরে'। ঠিকই তো জমে থাকা কথাগুলো আর কতদিন বস্তাপচা হবে? আমাকে আপনাকে সেই কলমে বা কি-প্যাডে আঙ্গুল রাখতেই হবে গলা ছাড়তে। সেই কথা বলার জায়গাটা যদি এভাবেই হয়... ক্ষতি কি? ইচ্ছা আছে আকাশ ছোঁয়ার... কিন্তু কোনদিন জানতে চাইব না আকাশটা ঠিক আর কত দূর।
সবাই আরও ভালো থাকুন। কলম আঁকড়ে ধরুন। আমরাও পড়ি আর আপনি ও পড়ুন।
                                                                                       --- সৈকত
-------------------------------------------------------------------------------------------
কার্যকারী সদস্যঃ অঙ্কুর কুণ্ডু 
নববর্ষের ঊষালগ্নে আরও একটি বছর পার করে এলাম । ছন্নছাড়া বাংলা সাহিত্যও ১৪২০টা বছর পেরিয়ে এল । কেউ মাথা চুলকে,বুকে বালিশ চেপে,কেউ আবার জানালায় মাথা এলিয়ে লিখেছেন;তাই বললাম ছন্নছাড়া । আসলে সাহিত্যচর্চা করার জন্য ধূপ-ধুনো বা শঙ্খধ্বনির প্রয়োজন তো নেই!প্রয়োজন শুধু পাতা,কালি ও খামখেয়ালিপনা; C/O সাহিত্য ঠিকানাটা হল 'অনর্গল কালি' । কলমটা আপনারা ধরুন , কালি শেষ হলে ঐ ঠিকানায় কলমটা পাঠিয়ে দেবেন ! বাকিটা C/O সাহিত্য . . .
নতুন বছরে কালির প্রতিটা আঁচড়ের জন্য শুভেচ্ছা রইলো
                                                                                            --- অঙ্কুর
------------------------------------------------------------------------------------------
কার্যকারী সদস্যঃ
 সন্দীপ কুমার মণ্ডল 
ডিজিম্যাগ "উদীচী", প্রিন্টেড ম্যাগ "নক্ষত্র" এর পর আমাদের পরবর্তী প্রচেষ্টা ব্লগ ম্যাগাজিন "C / Ο সাহিত্য" । সাহিত্যপ্রেমী সকল মানুষের কাছে সব রকম ভাবে নতুন ও সাহিত্যের সুপ্ত প্রতিভাবান তথা সাহিত্য অনুরাগীদের সৃষ্টিকে পৌঁছে  দেওয়ার আন্তরিক প্রচেষ্টা এবং আপনাদের শুভেচ্ছার ফসল এই
"C / Ο সাহিত্য"। পাশে থাকুন..... আমরা এগিয়ে যাবই।

                                                                   --- সন্দীপ কুমার মণ্ডল 
CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।