আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

সাহিত্য-আড্ডার কথা


                  "সাহিত্য-আড্ডা" শুরু হয়েছিল ২০১৩ সালের ২২শে জুলাই নিছক একটা ফেসবুক পেজ-এর মাধ্যমে। মূলত ৫ জন লেখা পাগল চেয়েছিল সমস্ত শব্দ পাগল লোকজন কলম ভেরাক একটা পৃষ্ঠায়। এটাই ছিল প্রাথমিক লক্ষ্য। ইচ্ছা ছিল একটু ঘেঁটে দেখব সাহিত্যের অলি-গলি , লেখার ভাবভঙ্গি তো শুরু হয়ে যায় ' 'রবিবারের-আড্ডা' বিভাগ তাতে থাকে কিছু বিষয় ভিত্তিক কবিতা আর সাথে সাহিত্য নিয়ে আড্ডা। বেশ সাড়া পাই আমরা। তাই এখনও চলছে রবিবারের আড্ডা। তারপর 'গল্পে-গল্পে'-র মত বিভাগ ও তৈরি হয়। এ সব শুধু মাত্র একটি পেজ নিয়েই। 

                   তারপর প্রকৃত সাহিত্য-চর্চার প্রয়োজনে "সাহিত্য-আড্ডা" গ্রুপের আকারেও আত্মপ্রকাশ করে। তখন বাতাসে পুজোর গন্ধ লেগেছে সবে। চারিদিক থেকে বন্ধুদের আবেদন আসছে নতুন কিছু চাই। কি করি, ক্যামনে করি করতে করতেই মহালয়ার দিন  ৪১ টি কলমের লেখা নিয়ে  বের করে ফেললাম আমাদের প্রথম ডিজি ম্যাগাজিন "উদীচী" ১৪২০ শারদসংখ্যা। কান পাতলে তখন একটু আরধু নাম শুনতে পাচ্ছিলাম নিজেদের। সবাই বেশ উৎসাহিত কিছু একটা করে উঠতে পারার সস্তিতে। কিন্তু নিস্তার পেলাম না। চাহিদা যে তখন তুঙ্গে... আটঘাট বেঁধে, ঘেমে নেয়ে জুতোর সোলও ওই আধা ইঞ্চি মত খইয়ে ২০১৪ বইমেলায় সবার সামনে নিয়ে এলাম সাহিত্য-আড্ডার প্রথম প্রিন্টেড ম্যাগাজিন "নক্ষত্র"। ব্যাস ভাবলাম এবার ফ্যানটা চালিয়ে একটু জিরিয়ে নি। কিন্তু...

                   পাগলামির কি আর শেষ আছে?  অগত্যা চলছেই...       
CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।